ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিন জুমার নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।
শুক্রবার ইজতেমা ময়দানে স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইজতেমায় যোগ দেওয়া মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা-গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার লাখ-লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন।
এদিন ভোর থেকেই ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার মধ্যে ইজতেমা মাঠ কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা আশপাশের খোলা জায়গায় অবস্থান নেন।
এ ছাড়া টঙ্গীর বিভিন্ন বাড়ির ছাদ থেকে মুসল্লিরা জুমার নামাজে শরিক হন। মাঠে স্থান না পেয়ে অনেকে মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, পত্রিকা বিছিয়ে নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইল থেকে আসা জহির বলেন, বড় জামাতে নামাজ আদায় করার ফজিলত অনেক। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। রাস্তায় যানবাহনে প্রচুর ভিড় থাকায় ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া বিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, তুরাগ নদীর পশ্চিম পাশে দাঁড়িয়ে জুমার নামাজের ইমাম কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের জুমার নামাজ পড়ান।