দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে জয়লাভ করায় মিষ্টি বিতরণ করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
বিকেলে এ উপলক্ষ্যে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের এতে আমন্ত্রণ জানানো হয়। শুভেচ্ছা বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদি মহুল তার ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় আগামী ৫ বছর সবার পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন তিনি। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণি পেশার নানা বয়সী মানুষ এতে মিষ্টিমুখ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ১১ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঈগল পাখি প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।