জাতীয়নির্বাচনসর্বশেষসারাদেশ

ছাদখোলা গাড়িতে সাকিবের প্রচারণায় মাশরাফি-সৌম্যরা

মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ (লোহাগড়া-সদর একাংশ) আসনের এই সংসদ সদস্য বৃহস্পতিবার দুপুরে মাগুরায় আসেন। পরে একটি ছাদখোলা গাড়িতে সাকিবের পক্ষে তিনি প্রচারণায় অংশ নেন। এ সময় সাকিব-মাশরাফির সঙ্গে জাতীয় দলের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, দুপুর ১২টার কিছুক্ষণ পর মাগুরায় আসেন মাশরাফি বিন মুর্তজা। শহরের নোমানী ময়দান-সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোয় প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। একদিন আগেই মাগুরায় আসা ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির রহমান, রনি তালুকদার, আবু হায়দার রনি ও শামসুর রহমান শুভও তাঁদের সঙ্গে যোগ দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা দেড়টার দিকে একটি ছাদখোলা গাড়িতে ওঠেন সাকিব-মাশরাফিসহ অন্য খেলোয়াড়েরা। জেলা পরিষদের ডাকবাংলো থেকে বের হয়ে চৌরঙ্গী মোড় হয়ে কলেজ রোড হয়ে ভায়নার মোড়ে যায় গাড়িটি। এ সময় গাড়ির সামনে দাঁড়িয়ে মাশরাফিসহ অন্যরা সাকিবের নৌকার প্রচারপত্র বিলি করেন। পরে নড়াইলে ফিরে যান মাশরাফি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু বলেন, সাকিবের পক্ষে প্রচারণা চালাতে মাশরাফিসহ অন্য খেলোয়াড়েরা মাগুরায় এসেছেন। তাঁরা ডাকবাংলোতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রচারণায় বের হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading