এই ৭ ধরনের পুরুষের সঙ্গে প্রেম নয়
ফেসবুকে ‘প্রিয় ক্যামেলিয়া’ গ্রুপের একটা পোস্টে চোখ আটকে গেল। একজন লিখেছেন, তিনি নতুন বছর শুরু করলেন ১৩ বছরের সম্পর্ক শেষ করে। সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। আর ছয় বছরের দাম্পত্য। কয়েক দিন আগে তাঁর সাবেক স্বামীর পরকীয়ার সম্পর্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাতেনাতে ধরা পড়ে। সাবেক স্বামীর অফিসে গিয়ে জানা যায়, সেখানেও আরেক নারী সহকর্মীর সঙ্গে যৌনতার সম্পর্ক ‘ওপেন সিক্রেট’।
সবকিছু জেনেশুনে ওই নারী সম্পর্ক থেকে বের হয়ে এসেছেন ঠিকই, কিন্তু এই ট্রমা থেকে বের হতে পারছেন না। কী করবেন, পরামর্শ জানতে চেয়ে পোস্ট করেছেন। সম্পর্কে এ রকম অনেক অনেক কেস স্টাডি ভাইরাল হয়ে ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তার মানে অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন। খুব কম নারীই এ রকম সমস্যা নিয়ে কথা বলেন। তারও একটা ক্ষুদ্র অংশ উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নতুন বছরে নয় পুরোনো ভুল। তাই ভবিষ্যতে না ভুগতে চাইলে জেনে নিন কেমন পুরুষ আপনার জন্য রেড ফ্ল্যাগ। এই ধরনের পুরুষের সঙ্গে ইতিমধ্যেই যদি সম্পর্কে থাকেন, তাহলে নতুন বছরে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে পারেন।
১. যে আপনার বান্ধবী বা বোনের প্রাক্তন:
এটা সত্যি যে প্রেম বলেকয়ে আসে না, ঘটে যায়। তবে বান্ধবী, বোন (কাজিনের) বা আত্মীয়স্বজনের সঙ্গে প্রেম করেছে—এমন সব পুরুষ ছাড়াও পৃথিবীতে অনেক পুরুষ আছে। তাদের কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এমনিতেই জীবনে জটিলতার শেষ নেই। কী দরকার নতুন করে জীবনে জটিলতা ডেকে আনার!
২. মিথ্যা বলে:
যে পুরুষ একবার মিথ্যা কথা বলে, প্রতারণা করে ধরা খেয়েছে, তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভাবুন। কেননা, তার এই মিথ্যা আপনি ধরতে পেরেছেন, কিন্তু এ ছাড়াও যে সে মিথ্যা বলেনি, তার কি কোনো প্রমাণ আছে? ভবিষ্যতে বলবে না, আপনি কীভাবে জানেন?
৩. ‘রাতে কী রান্না? লবণ বেশি…’:
ঘরের কাজ নারীর দায়িত্ব, এমনটা মনে করে যে পুরুষ, তার থেকে দূরে থাকুন। যদি আপনি নিজ উদ্যোগে তাকে রান্না করে খাওয়ানও, বলবে ‘লবণটা একটু বেশি না? আরেকটু তেল–মসলা দিয়ে কষালে বেশি মজা হতো!’ সব সময় মহা উৎসাহে দোষ ধরতে থাকা এসব মানুষকে আপনি খুব কমই সন্তুষ্ট করতে পারবেন। তাই বাদ দিন! দায়িত্বশীল, বন্ধুসুলভ পুরুষকে সঙ্গী বানান।
৪. তার প্রয়োজনে পাশে চায়, কিন্তু আপনার প্রয়োজনে পাওয়া দায়:
যে আপনার কাছ থেকে যেটা প্রত্যাশা করে, কিন্তু নিজে আপনার জন্য সেটা করে না। প্রত্যাশা করে প্রয়োজনের সময় আপনি তার পাশে থাকেন, কিন্তু আপনার প্রয়োজনে তাকে পাওয়া দায়। সদা নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে প্রাধান্য দেওয়া এমন পুরুষ জীবনের জন্য, লম্বা সময় পাশে থাকার জন্য রেড ফ্ল্যাগ।
৫. ‘অমুকের মতো নয়, তমুক এ রকম করত’:
যে পুরুষ আপনাকে মা, বোন, সাবেক প্রেমিকা, অন্যের প্রেমিকা বা অন্যদের সঙ্গে তুলনা করতে থাকে…
অথচ দুজন দুজনকে দুজনের মতো করে মেনে নেবে—এমনটাই কাম্য। পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা। যদি সেটা মেনে নেওয়ার মতো মিনিমাম ‘কমনসেন্স’ না থাকে, তাহলে তাঁকে ওই অমুক–তমুকের সঙ্গেই বরং প্রেম করতে বলুন!
৬. ডাবলিং:
বলা হয়, সম্পর্কে সবকিছু মেনে নেওয়া সম্ভব। কিন্তু আপনার পুরুষ গোপনে অন্য কারও সঙ্গে প্রেমালাপে মজেছে, এটা মেনে নেওয়া আসলেই খুব কঠিন। কেউ যদি একটা সম্পর্কে থেকে অন্য সম্পর্কে ‘সুইচ’ করতে চায়, সেটা খোলাখুলি আলাপ করে জানিয়ে যথাসম্ভব সভ্যভাবে ঘটাতে হবে। কিন্তু এক সম্পর্কে থেকে আরেক সম্পর্ক চালিয়ে যাওয়া ভয়াবহ অপরাধ। তাই বলা বাহুল্য, এই ধরনের পুরুষকে জীবন থেকে বাদ দিন।
৭. শুধু ভালোবাসা দিয়ে সব ঠিক করা যায় না:
যে পুরুষদের দায়িত্ব ও কাণ্ডজ্ঞান কম, অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল, ‘মানি ম্যনেজমেন্টের’ ধার ধারে না, কথা দিয়ে কথা রাখে না, ঠিকমতো অফিস করে না, বিয়ে, নিজের ভবিষ্যৎ বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদাসীন, আসক্তির মতো বদভ্যাস আছে—আপনি হয়তো প্রেমে থাকা অবস্থায় ভাবতে পারেন যে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা দিয়ে আপনি সব ‘অসুখ’ সারিয়ে ফেলতে পারবেন! সময় থাকতে এই ধরনের পুরুষকে বিদায় দিন।