বাংলাদেশের ভালো করার উপায় বললেন কিউই কোচ
ওয়ানডে সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে আগামীকাল (শনিবার) ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। দুই ম্যাচে স্বাগতিক কিউইরা শক্ত অবস্থানে থেকে জয়লাভ করে। শেষটাও তারা ভালো করতে চায়। অপরদিকে, বাংলাদেশের জন্য ম্যাচটি মান রক্ষার লড়াই। যেখানে নাজমুল হোসেন শান্তদের ভালো করার উপায় বাতলে দিয়েছেন স্বয়ং কিউই কোচ গ্যারি স্টিড।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) ম্যাচের আগেরদিন নেপিয়ারে স্বাগতিক কোচ বলেন, ‘আমাদের কালকের ম্যাচে মাঠে নেমে দেখতে হবে কী হয়। সৌম্য সরকার দারুণ খেলেছে, কী অসাধারণ একটা স্কোর করল সেদিন। নেলসনে আমার মনে হয় তারা (বাংলাদেশ) ৩০-৪০ রান কম করেছে। এখানে আমাদের বোলারদের কৃতিত্ব আছে, পাওয়ারপ্লেতে তারা ৩-৪ উইকেট নিয়ে ফেলেছিল। সেখানেই আমরা এগিয়ে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল বেশি উইকেট নিয়ে এগিয়ে থাকা। আমাদের অনেকেই দারুণ খেলেছে, (হেনরি) নিকোলস, (উইল) ইয়ং এবং রাচিন (রবীন্দ্র) যা করছে তা দারুণ। আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে।’
এরপর বাংলাদেশকে ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন স্টিড, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার যেকোনো দলের জন্যই কঠিন হয়ে থাকে। বাংলাদেশ একমাত্র দল নয় যারা এখানে এসে প্রথম ১০ ওভারে সংগ্রাম করেছে। অনেক ওপেনাররাই এভাবে সংগ্রাম করেছে। দুইটি নতুন বলের কারণে মুভমেন্ট বেশি হয় কিছুটা। এখানে আপনাকে শুরুর সময়টা উতরে যেতে হলে আপনাকে টেম্পারমেন্ট ধরে রাখতে হবে।’