চা আনতে দেরি হওয়ায় স্ত্রীর শিরচ্ছেদ
সকালের চা আনতে দেরি হওয়ায় তলোয়ার দিয়ে স্ত্রীর শিরচ্ছেদ করলেন ভারতের ধরমবীর নামক ৫২ বছর বয়সী একজন ব্যক্তি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার ভারতের দিল্লি শহরের কাছে গাজিয়াবাদের ভোজপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ৫০ বছর বয়সী স্ত্রীকে হত্যার দায়ে ধরমবীরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার সময় ধরমবীরের স্ত্রী জানায় অভিযুক্ত চা তৈরি করতে সময় লাগবে, বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তলোয়ার দিয়ে স্ত্রীর শিরচ্ছেদ করেন ধরমবীর। ঘটনার সময় তাদের চার সন্তান অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন।
চিৎকার শুনে গ্রামবাসী তাদের বাড়িতে ছুটে এসে ধরমবীরের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয় পুলিশকে জানানো হলে, পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় পুলিশ কমিশনার জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ধরমবীরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।