বিনোদন খবরসর্বশেষ

তিন বছর পর দেশে শাবনূর, সিনেমায় ফিরছেন কি

নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকেন। একসময় ছয় মাস পরপর আসতেন দেশে। কিন্তু তিন বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি তাঁর। একনাগাড়ে এত লম্বা সময় দেশ ছেড়ে থাকা হয়নি জনপ্রিয় এই নায়িকার। দেশে ফেরার জন্য ব্যাকুল ছিলেন। সবকিছু ব্যাটে-বলে মিলছিল না, তাই আসা হচ্ছিল না। অবশেষে অনেকটা গোপনেই দেশে ফিরেছেন। আজ ১৭ ডিসেম্বর এই নায়িকার জন্মদিন। এ উপলক্ষে গত শুক্রবার কথা হয় তাঁর সঙ্গে।
শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। বছর তিনেক পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন। জানা গেছে, নতুন সিনেমার কথাবার্তা চলছে। সিনেমার গল্পও শুনছেন। প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের ঘষামাজা চলছে, পরিচালকের সঙ্গে সলাপরামর্শ করছেন। চলছে রিহার্সালও।

ফিরবেন কি
মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান শাবনূর। দেড় যুগ চলচ্চিত্রে একটানা অভিনয় করেছেন। এরপর অনিয়মিত। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ। এরপর বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খবরে এলেও আজ পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। এবার শাবনূর ঢাকায় এসেছেন পারিবারিক কিছু কাজ সেরে নিতে। শুক্রবার শাবনূরের সঙ্গে কথা হলে বললেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’
শাবনূর নিজে না জানালেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। সেই ছবিতে শাবনূরের বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। ছবি নিয়ে এই ত্রয়ীর কথা হচ্ছে।

ফিটনেসে নজর
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে যুক্ত না থাকায় ফিটনেসের বিষয়ে তেমন একটা ভাবেননি শাবনূর। সংসার ও সন্তান নিয়ে ছিল তাঁর যত ব্যস্ততা। নিজের প্রতি নজর দিতে পারেননি। তবে এ বছর সিনেমায় ফেরার বিষয়টি যখন জোরেশোরে আলোচনা হয়, তখন নিজের ফিটনেসেও নজর দিয়েছেন শাবনূর। জানা গেছে, পুরোপুরি ফিট হতে সময় লাগবে কয়েক মাস।

তবে এর মধ্যে গল্প ও চরিত্র নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন। পরিচালক চয়নিকা চৌধুরীসহ একাধিকবার তাঁরা বসেছেনও। একই সঙ্গে চলছে শাবনূরের ফিটনেসে ফেরার চেষ্টাও। বললেন, ‘আমরা নিজেরা গল্প নিয়ে আলাপ–আলোচনা করছি ঠিক আছে। গল্প, চরিত্র আমাদের পছন্দ, তা–ও ঠিক আছে। কিন্তু পুরোপুরি ফিট না হলে তো ফিরব না। কোনোভাবেই না। ফেরার খবরটা যেন ফেরার মতোই হয়, সেদিটায় খেয়াল রাখতে হবে।’

শুভ জন্মদিন

আজ ৪৪ পেরিয়ে ৪৫–এ যাত্রা করছেন শাবনূর। আজও তাঁর জনপ্রিয়তা অন্য নায়িকাদের কাছে ঈর্ষণীয়।

পরিচালকেরা তাঁকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তাভাবনা করেন। বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নায়িকার বিশেষ দিনটি ঘিরেও ভক্ত–শুভাকাঙ্ক্ষীর থাকে উৎসাহ ও উন্মাদনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্লভ সব স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ পোস্ট করেন। লেখা হয় নানান কথা। এসবে শাবনূর অনুপ্রাণিত হন। ভালোবাসা নতুন করে উপলব্ধি করেন। শাবনূর বললেন, ‘সবাই আমাকে এখনো এতটা ভালোবাসে, এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি হয়। রাত ১২টা বাজতে না বাজতেই ফোনে এসএমএস আসে, অনেকে কথাও বলে। ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে। সহকর্মীদের ভালোবাসায়ও আমি মুগ্ধ। কেউই আমাকে বুঝতে দেয় না, অনেক দিন কাজে নেই। দেশের মানুষের মনে শাবনূর হয়ে জায়গা করতে পেরেছি। সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে, এর চেয়ে বড় অর্জন আর কীই-বা হতে পারে। ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই, আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading