জাতীয়
বিজয় দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিবেন স্মৃতি সৌধের উদ্দেশ্যে।
জাতীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
এর পর দুপুর ১টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র্যালি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে এই কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
ঝিনেদা টিভি