“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে, জয়িতা অন্বেষণে বাংলাদেশ, শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলায় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে ও সদর উপজেলায় পাঁচজনকে জয়িতা সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মিথিলা ইসলাম। সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার বি এম রেজাউল করিম সহ আরো অনেকে।