জাতীয়
আজ আন্তর্জাতিক বিমান চলাচল দিবস
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ। ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত এক সিদ্ধান্তে সদস্য দেশগুলোকে প্রতিবছর ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে রয়েছে ক্রোড়পত্র প্রকাশ, উন্নত যাত্রী সেবার অঙ্গীকার, জনসচেতনতা তৈরি ও বিমানবন্দরে আলোকসজ্জার ব্যবস্থা করা।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান জানান, বিশ্বে ১৯৩টি দেশে ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বিমান চলাচল দিবস পালিত হয়।