মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় মাইক্রোবাস চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম ছকিনা খাতুন (৫৫)।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ষলোমাইল নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ছকিনা ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বদর উদ্দিনের স্ত্রী।
কোলা ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আব্দুর রশিদ ঢাকা পোস্টকে জানান, ছকিনা খাতুন তার মেয়ে হাসিনার স্বামীর বাড়ি রামচন্দ্রপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিল। হলিধানী বাজার থেকে কোলা পশ্চিমপাড়া যাওয়ার পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ষলোমাইল নামক স্থানে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করেছে।
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই বাহারুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। হলিধানী ষলোমাইল নামক স্থানে রাস্তা থেকে ছকিনার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় সন্দেহভাজন একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই গাড়িটা ছকিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল।