বিগ বাজেটের সিনেমাটিতে আরিফিন শুভ সম্মানী নিলেন মাত্র ১ টাকা!! কিন্তু কেন?
একজন অভিনয় শিল্পী হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা অনেক বড় সম্মান। আর শুভ’র কাছে অর্থ নগণ্য। শুভ বলেন, “অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না, সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সান্নিধ্য। এসব টাকা দিয়ে মাপা বোকামি। আমার আসলে কোনো প্রাপ্তির আশা নেই। এবার আমি কী করতে পারি, দেখি।” মুজিব সিনেমায় খুশি মত টাকা নেওয়ার সুযোগ ছিল শুভ’র।
কিন্তু শুভ তা নেননি। এ প্রসঙ্গে শুভ’র উত্তর সুন্দর। তিনি বলেন, “ক্ষুদ্র একজন অভিনয়শিল্পী হিসেবে আমার মনে হয়েছে, একটা চরিত্র হয়ে উঠতে গেলে সেটার নার্ভ ধরতে হয়, হোক সেটা ফিকশনাল বা বাস্তবধর্মী। কিসের ওপর ভর করে চরিত্রটা ফুটিয়ে তুলব? শুনেছি, বঙ্গবন্ধু তাঁর জীবনের ১১ বছর ৪ মাস ১২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। এর মাধ্যমে বঙ্গবন্ধুর চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব।” এক টাকা সম্মানীর জন্য শ্যাম বেনেগালের কাছে শুভ’র উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’। এভাবেই শুভ’র বিশালতা অনুমান করা যায়। ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন শুভ। ছবিটি দেখে সেটাই মনে হলো। অবশ্য এই প্রশংসা শুভ ডিজার্ভ করেন।